• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

রামু মরিচ্যা পুরাতন আরাকান সড়কে মুখোমুখি সংঘর্ষে নিহত ২: আহত ১৫

বার্তা কক্ষ / ২৬৪ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২৩ জুন, ২০১৯

মাসেদুল হক আরমান:
কক্সবাজারের রামু পুরাতন আরাকান সড়কে ছারপোকা- মিনি পিকআপ মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে । এ মুখোমুখি সংঘর্ষে উভয় এর মধ্যে ১৫ জন আহত হয়েছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে , রবিবার (২৩ জুন) সকাল ৭ টা (৪৫) মিনিটে রামু-মরিচ্যা পুরাতন সড়কের থোয়াইঙ্গা কাটাস্থ পাইন বাগান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে । নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৭০) । তাঁর পিতার নাম মৃত হাকিম মিয়া । তাঁর বাড়ি কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি এলাকায়। অপর ছারপোকার যাত্রী আব্দুর রহমান (৫০)। তাঁর পিতার নাম মৃত অছিয়র রহমান । তাঁর বাড়ি ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ শ্রীকুল এলাকায়।

রামু থানার এসআই সৈয়দ সানাউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান রামু চৌমুহনী স্টেশন থেকে মরিচ্যামুখি ছারপোকা- মরিচ্যা ষ্টেশন থেকে রামু মুখি মিনি পিকআপ এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে সৃষ্টি হয় । এসময় ছারপোকা যাত্রী নুরুল ইসলাম ও আব্দুর রহমান নিহত হন এবং উভয় এর মধ্যে অন্তত ১৫ জন আহত হয়। আহতদেরকে রামু ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান।


আরো বিভন্ন বিভাগের নিউজ