• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

মহেশখালীতে প্রবল বর্ষণে কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন | ChannelCox.com

নিউজ রুম / ২৩ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২০

ইয়াছিন আরাফাত,মহেশখালী:

কক্সবাজারের মহেশখালী উপজেলার জনতাবাজার-শাপলাপুর-গোরকঘাটা সড়কের একটি কালভার্ট ধসে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ (১৭ জুন) বুধবার সকাল থেকে প্রবল বর্ষণ শুরু হলে পাহাড় থেকে নেমে আসা পানির তোড়ে শাপলাপুর মিঠাছড়ি বাজার সংলগ্ন কালভার্ট টির দুই পাশের মাটি ধসে পড়ে। যার কারণে জনতাবাজার-শাপলাপুর সড়ক হয়ে গোরকঘাটার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে অত্র এলাকার জনসাধারণ।

এলাকাবাসীর অভিযোগ, অনেক পুরোনো কালভার্ট টির দু পাশে শক্ত করে সংস্কার না করায় বৃষ্টির পানির তোড়ে কালভার্ট টি ধসে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও টানা ভারী বৃষ্টিপাতে উপজেলার কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বড় ছড়া ব্রীজের আশপাশে অধিকাংশ ঘরবাড়ী প্লাবিত হয়েছে বলে জানাগেছে। যার কারনে জনসাধারণের দুর্ভোগে পড়েছে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, কালভার্ট টি সংস্কার করা হবে। পাশা-পাশি পানিতে ক্ষতিগ্রস্তদের খোঁজ নেওয়া হবে।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ