• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

মানবিক শওকতের করোনা থেকে বাঁচতে ১০টি বানী l ChannelCox.Com

নিউজ রুম / ১৭ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২০

সফিউল করিম স্বপ্লীল :
চট্টগ্রামের অবস্থানরত পুলিশ অফিসার শওকত হোসেনের দশটি বাণী যেগুলো মানলে আশাকরি করোনা থেকে রক্ষা পাবে, শওকত হোসেনকে সবাই “মানবিক শওকত” বলে ডাকে তার কাজ শুধু মানুষের সেবা করা, তার মানবতার কাজের কথা বলে শেষ করা যাবে না।

আজ স্থানীয় মসজিদের মুসল্লিদের মাঝে নিচের নির্দেশনা গুলো প্রদান করেন।

১. কভিড-১৯ বা করনা হলে বিচলিত হবেন না।
২. প্রতিদিন ৩ মগ গরম চা বা কফি খান ৷
৩. কারো পা ধরে হাসপাতালে হাসপাতালে না ঘুরে নিজ বাসায় আলাদা রুমে একাকী থাকেন ৷
৪. জ্বর হলে প্যারাসিট্যামল , কাশি থাকলে এন্টিহিস্টামিন ,
৫. শ্বাষ নিতে কষ্ট হলে নেবুলাইজ বা অক্সিজেন রাখতে পারেন ৷
৬. দুশ্চিন্তা পরীহার করে মনোবল হাই রাখতে হবে ৷
৭. যথাসম্ভব ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়ার চেষ্টা করুন
৮. সবসময় পরীস্কার পরিছন্ন থাকুন এবং নিয়মিত মাস্ক ব্যাবহার করুন ৷
৯. যেখানে সেখানে কফ কাশি থুথু ফেলবেন না ৷
১০. আল্লাহকে স্বরুন করুন বেশি বেশি ইবাদত করুন

** মনে রাখবেন ভয় কে জয় করার নামই হচ্ছে করনা নেগেটিভ **

শওকত হোসেন— { মানবিক পুলিশ ইউনিট সিএমপি }


আরো বিভন্ন বিভাগের নিউজ