• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

টেকনাফে ইয়াবার চালানসহ এক রোহিঙ্গা আটক | ChannelCox.com

নিউজ রুম / ১৫ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

চ্যানেল কক্স ডটকম ডেস্ক:

কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকালে মোহাম্মদ ইয়াছিন (১৫) নামে এক রোহিঙ্গা সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় তার কাছ থেকে ৩৫ হাজার ৯৬০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে টেকনাফ-কক্সবাজার অস্থায়ী চেকপোস্টে যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

ধৃত ব্যক্তি টেকনাফের মৌচনি শরাণার্থী শিবিরের পি-ব্লকের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

বিকালে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানস। তিনি বলেন, হ্নীলা থেকে টেকনাফগামী যাত্রীবাহী সিএনজি যোগে একটি ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তি মতে সিএনজি সিটের নিচ থেকে ৩৫ হাজার ৯৬০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

ইয়াবাসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ