• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

উপজেলা নির্বাহী অফিসার পদে পদোন্নতি পেলেন, একরামুল ছিদ্দীক | ChannelCox.com

নিউজ রুম / ৯ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২০

শাকুর মাহমুদ চৌধুরী,উখিয়াঃ

কক্সবাজার জেলা প্রশাসনের এনডিসি ও সিনিয়র সহকারী কমিশনার এবং বিসিএস ৩৩ তম ব্যাচের একরামুল ছিদ্দীক ‘উপজেলা নির্বাহী অফিসার’ পদে পদোন্নতি পেলেন।

তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার মকলিশপুর গ্রামের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক এর ছেলে।

গত ১২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে। ওই আদেশে তাঁকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। শীঘ্রই তিনি নতুন কর্মস্থলে যোগদান করার জন্য ন্যস্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে পদায়নের পর নিজ কর্মক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর- ১৮৯৮, সেকশন ১৪৪’ এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।

শিক্ষকপুত্র ও গণমানুষের কল্যাণে নিবেদিত মো: একরামুল ছিদ্দিক (১৭৫০৮) জানান, কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের আগে ২০১৪ সালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

পরবর্তীতে ২০১৭ সালে মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসার সময় উখিয়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দিনরাত এক করে দায়িত্ব পালন করেন। এরপর বোয়ালখালী উপজেলায় সহকারী কমিশনার ভুমি এবং ৬ মাস ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করে বলে জানা গেছে।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ