মাসেদুল হক আরমান:
কক্সবাজার রামুর ঈদগড়ের সৌদি প্রবাসীদের প্রাণের ছেয়ে প্রিয় সংগঠন ঈদগড় সৌদি প্রবাসী দরিদ্র কল্যাণ পরিষদ। এলাকার গরীব -অসহায় ও মেহনতি মানুষের আশা ভরসার একমাত্র সংগঠন। যা ইতিমধ্যে নানা শ্রেণীর পেশার মানুষের অন্তরে নাড়া ছাড়া দিয়ে উঠেছে। সংগঠনটটি গঠন হওয়ার পর থেকে শুধু মানবের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য হল শুধু মাত্র গরীব -অসহায় জনগণের সেবা করা। যা ইতিমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে এলাকায়। প্রতিনিয়ত এলকার সর্বত্রে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২জুলায় এলাকার তথা ঈদগড়ের গরীব -অসহায় ৩ মেয়ের বিয়ের জন্য নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন সংগঠনের সদস্যরা। টাকা গুলো ঈদগড় বাজার মক্বা ফার্মেসির সামনে প্রদান করা
হয়। এ সময় উপস্থিত ছিলেন,
রামু থানার এ এস আই মোর্শেদ আলম,
ঈদগড় ৮ নং ওয়ার্ড় ইউপি সদস্য মনিরুজ্জামান, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দু রশিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএফ) এর ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসেদুল হক আরমান,
ডাঃ মোঃ সাজ্জাদ হোসাইন, মক্কা ফার্মেসীর প্রোপাইটর
জসিম উদ্দীন সিকদার।
এসময় টাকা পাওয়া অসহায় পরিবার গুলো ঈদগড় সৌদি প্রবাসী দরিদ্র কল্যাণ পরিষদের সকল সদস্যদের জন্য দোয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।