• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন

মালয়েশিয়া উপকূলে নৌকাডুবি, ২৪ রোহিঙ্গা নিখোঁজ | ChannelCox.com

নিউজ রুম / ১৬ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২০

চ্যানেল কক্স ডটকম ডেস্ক:

মালয়েশিয়া উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ২৪ রোহিঙ্গা নিখোঁজ। নৌকায় থাকা একজন সাঁতার কেটে লাঙ্গাকাই দ্বীপের তীরে পৌঁছে যায়। নুর হোসেন নামে ২৭ বছরের ওই যুবককে আটক করেছে পুলিশ। নিখোঁজদের সবাই মারা গেছেন বলে আশঙ্কা করছেন দেশটির কোস্টগার্ড প্রধান।

এ প্রসঙ্গে মালশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, একটি নৌকা করে উত্তাল সমুদ্রপথে মালয়েশিয়া উপকূলে আসার চেষ্টা করছিল ২৫ জন রোহিঙ্গা। এক পর্যায়ে রোহিঙ্গা বোঝাই নৌকাটি সাগরে ডুবে যায়। তাদের কাছে কোনও বৈধ কাগজ না থাকায় বিপজ্জনক এলাকা দিয়ে নৌকায় আসায় দুর্ঘটনা ঘটে।

কারণ অনুসন্ধানে আটকৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি উপকূলরক্ষী বাহিনীর দুটি এয়ারক্রাফট ও দুটি বোট নিয়ে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃতদেহ উদ্ধার হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে মালয়েশিয়া কোস্ট গার্ড। রোহিঙ্গাদের নৌকাডুবি অবশ্য এবারই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতেই বাংলাদেশ সমুদ্রসীমায় নৌকাডুবিতে প্রায় ১২ জন রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়। নিজ দেশে সেনাবাহিনীর ‘অত্যাচার’ থেকে মুক্তি পেতে সাগরপথে বিদেশ যেতে গিয়ে তারা নৌকাডুবির শিকার হন।

রাখাইন, মংডুসহ আরও কয়েকটি রাজ্যের রোহিঙ্গাদের ওপর বিভিন্ন সময় অমানবিক নির্যাতন চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। শুধু তাই নয়, লুটপাট এবং বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া হয়। জীবন বাঁচাতে পালিয়ে ১২ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ