• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

চাকরির প্রলোভন দেখিয়ে ২৫ জনের অর্থ আত্মসাৎ

বার্তা কক্ষ / ১৮৭ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

মোঃ ইরফান উল হক, রাঙ্গামাটি প্রতিনিধিঃ

বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে (বিকেটিটিসি) চাকরির প্রলোভন দেখিয়ে এক দম্পতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে ২৫জন ভুক্তভোগী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটির স্থানীয় রাঙাশ্রী কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রতারিতরা।

তাদের অভিযোগ, অনেক দিনে ধরে এক দম্পতি আম্বিয়া আক্তার ও মো. জসিম উদ্দিন বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের (বিকেটিটিসি) নামে সাধারণ মানুষদের চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। পরে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বন্ধ করে দেয় বিকেটিটিসি প্রতিষ্ঠানটি।

তারা আরও জানান, ঐ দম্পতিসহ ৪জনের বিরুদ্ধে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করলেও এখন পর্যন্ত পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। উদ্ধার হয়নি আত্মসাতের টাকাও। স্থানীয় ২৫জন এ প্রতারণার শিকার হয়ে এখন সর্বশান্ত।

তারা হলেন দীপ্ত নন্দী, চুংকু চাকমা, জুয়েল শীল, বাচ্চু চাকমা, পিকলু বিশ্বাস, সোহেল চাকমা, প্রার্থ নন্দী, দিপন চাকমা, নয়ন কুমার চাকমা, অন্তুশীল, সুমেশ চাকমা, সুপর্ণা শীল, পলাশ চৌধুরী, আব্দুল ওদুদ, রুবেল মলি­ক, হাজেরা খাতুন ও রোমেন বড়ুয়াসহ আরও অনেকে।


আরো বিভন্ন বিভাগের নিউজ