• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

বহু প্রতীক্ষিত বড়বিল মগঘাট ব্রিজের নামকরণ।

নিউজ রুম / ১১ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

নিজস্ব,প্রতিনিধিঃ
অবশেষে বহু প্রতীক্ষিত কক্সবাজারের রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল ১নং ওয়ার্ড মগঘাঁট নামক স্থানে গতকাল ৬ই’আগস্ট গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব’ সৈয়দ নজরুল ইসলাম ও রামু উপজেলা প্রকৌশলী,নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্রীজের নামকরণ করা হয়।

বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটা জেলা-উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে,এর’ই ধারাবাহিকতায় আজ বহু প্রতীক্ষিত বড়’বিলের কাঙ্খিত ব্রিজ’টির নামকরণ করা হয়েছে বীর’মুক্তিযোদ্ধা মরহুম এমদাদ আহমদ চৌধুরী নামে।
এর ফলে গর্জনিয়ার প্রায়১৫হাজার মানুষের দুর্ভোগ অবসান হতে চলেছে,শীগ্রই ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কাজের শুভ উদ্বোধন হবে বলে নামকরণ অনুষ্ঠানে যানাযায়।

সরেজমিন ঘুরে দেখা যায়,ঘাটের দুই পাশে তিন মুক্তিযুদ্ধার বাড়ী,নদীর পূর্ব পাশে অবস্থিত মুক্তিযুদ্ধ নুরুল,ইসলাম এবং মরহম এমদাদ আহমদ চৌধুরী,পশ্চিম পাড়ে বীর মুক্তিযুদ্ধা
মোহাম্মদ হাশেম,এক কিলোমিটার দূরে’ বীর’মুক্তিযোদ্ধা ডাক্তার নুরুল আবছার এর বাড়ী।

ব্রিজটি হলে মুক্তিযোদ্ধা সন্তানরা সহ বাইশারী এবং ঈদগাহ-কক্সবাজারমুখী
শত শত সাধারণমানুষ এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াত সুবিধা বেড়ে যাবে।

প্রাথমিক নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,
বড়বিল সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব জকরিয়া,
হারুন আজিজি নদভী,বড়বিল জামে মসজিদের
সভাপতি,আলহাজ্ব ইউনুস মাতবর,
গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী’লীগের
সহ-সভাপতি,ইয়াহিয়া চৌধুরী
ছাত্রনেতা,তারেক আজিজ চৌধুরী।

এ সময় মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে,
জনগণের দুর্ভোগ লাঘবে ব্রিজ’টি অতি দ্রুত মাননীয় এমপি মহোদয় ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কাজ শুরু করবেন বলে জানানো হয়।

এলাকার সাধারণ মানুষ জানায় আমাদের এই অবহেলিত এলাকায়,দীর্ঘদিন পর হলেও রামু- কক্সবাজার আসনের এমপি’ জনাব,সাইমুম সরওয়ার কমল এর আন্তরিকতা’য়,
গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ছৈয়দ নজরুল ইসলাম,এবং সমাজ সেবক আলহাজ্ব জারিয়ার কঠোর পরিশ্রমের ফলে একটি ব্রিজ পাওয়ার আশায় আনন্দিত বলে জানায় তারা।


আরো বিভন্ন বিভাগের নিউজ