• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

একটি মামলায় জামিন পেলেন সাংবাদিক ফরিদুল মোস্তফা

নিউজ রুম / ১৪ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

ডেক্স নিউজ
টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের রোষানলের শিকার কারাবন্দী নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান একটি মামলায় জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আরও ৫ মামলা রয়েছে।
টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ওসি প্রদীপ মামলাগুলো দায়ের করেন।

ফরিদুল মোস্তফার স্ত্রী হাসিনা আকতার জানান, দুর্নীতিবাজ পুলিশের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জের ধরে তার স্বামী ফরিদুল মোস্তফা খান ওসি প্রদীপ কুমার সহ কিছু পুলিশের রোষানলে পড়েন। তারই জের ধরে সাংবাদিক ফরিদুল মোস্তফাকে ঢাকা থেকে আটক করে টেকনাফ থানা পুলিশ।
পরে তাকে নিয়ে কক্সবাজার সমিতি পাড়াস্থ ভাড়াবাসায় অভিযান চালিয়ে মদ ও অস্ত্র উদ্ধার করেছে দাবি করে তার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেন পুলিশ। যা সম্পূর্ণ রুপে মিথ্যা, সাজানো ও উদ্দেশ্যমূলক বলে দাবী করেন ফরিদুল মোস্তফার স্ত্রী।

এদিকে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) একটি মামলা থেকে জামিন পান সাংবাদিক ফরিদুল মোস্তফা।
আইনজীবী এ্যাডভোকেট বাপ্পী শর্মা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আব্দুল মান্নান।।


আরো বিভন্ন বিভাগের নিউজ