• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

সমাজের দর্পণ, জনগণের কণ্ঠ – আনম রফিকুর রশীদ

নিউজ রুম / ২২ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

কবি আনম রফিকুর রশীদ এর দুই সাংবাদিক নিয়ে চমৎকার কথা প্রকাশ –

সমাজের দর্পণ, জনগণের কণ্ঠ
আনম রফিকুর রশীদ

তখন সংবাদপত্র ছিল, সমাজের দর্পণ জনগণের কণ্ঠ। বন্দুকের চেয়ে কলমের কালি ছিল শক্তিশালী। দুর্নীতি আর দুর্বৃত্তায়নের সম্মুখে ছিল ক্যামেরার দম্ভ।

মানিক মিয়া তখন মানিকরতন, নিপীড়িত বঞ্চিতের বুকের ধন। মোনাজাতউদ্দিন মোনাজাতের অংশ হয়ে গিয়েছিল কান সোনার মুখে।

ইত্তেফাক ডুবিয়েছে ঐতিহ্য, তৈল শাস্ত্রীর বাঁকে; পাতায় পাতায় ম্যাসেজপ্রিয় নাদুস তনুর ভিড়। বামঘেষা সংবাদ, রাম ছাগলের স্বরলিপি চর্চায় মূর্ছা গেছে, সিন্ধু জয়ের আগে।

একালের কলম সৈনিক যদুমধু ডটকম; – দৈনিক লিখে যায় পাওয়ার আশায়, রিপোর্টার তোতামিয়া শিকদার বিবেকে বিকার প্রণোদনার চাপে।

প্রতিকূল স্রোতে দাপিয়ে হেঁটে ঢেউ তুলে গরম কাপে; নির্ভীক লড়াকু আহমদ গিয়াস, মঈনুল হাসান পলাশ। তারাই এখন জনগণের কণ্ঠ, সমাজের দর্পণ … শাবাশ।


আরো বিভন্ন বিভাগের নিউজ