• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

চট্টগ্রামে পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক আটক | ChannelCox.com

নিউজ রুম / ১৬ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

চ্যানেল কক্স ডটকম ডেস্ক:

চট্টগ্রামের পাঁচলাইশে পাসপোর্ট অফিস থেকে ওবাইদুল হক (২৫) নামের এক রোহিঙ্গা যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ওবাইদুল পাসপোর্ট করতে এলে কর্মকর্তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, আটক ওবাইদুল হক লোহাগাড়া উপজেলার চুনতির ঠিকানা ব্যবহার করে তৈরি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে পাসপোর্ট বানানোর চেষ্টা করছিলেন। পাসপোর্টের আবেদনপত্র যাচাই করার সময় তাকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করেন কর্মকর্তারা। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ওবাইদুল হকের বাবার নাম আবুল কালাম ও মায়ের নাম রাবিয়া খাতুন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া জানান, নকল এনআইডি ব্যবহার ও মিথ্যে পরিচয়ে পাসপোর্ট পাওয়ার চেষ্টা করায় আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মামলা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে পাসপোর্ট করতে এসে একের পর এক রোহিঙ্গা নারী-পুরুষ আটক হতে থাকেন। গত সেপ্টেম্বরে হাটহাজারী থেকে জেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র নিতে আসা রোহিঙ্গা নারী লাকি আক্তারকে চিহ্নিত করার পর জানা যায়, আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মচারীদের যোগসাজশে রোহিঙ্গারা বাংলাদেশি এনআইডি পাচ্ছিলো।

পরের তিন মাস টানা অনুসন্ধান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজারসহ বিভিন্ন এলাকা থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াত চক্রের অন্তত ১৫ সদস্যকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ