• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ চাই: বিএমএসএফ | ChannelCox.com

নিউজ রুম / ২৭ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

কুয়াকাটা ৬ সেপ্টেম্বর ২০২০: সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে কুয়াকাটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটার সমন্বয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন ঘটনায় সারাদেশের সাংবাদিকরা আজ উদ্ধিগ্ন। স্বাধীনতা পরবর্তী সময় ৩৯ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। সাংবাদিক হত্যার মিছিলে যোগ দিয়েছেন ধামরাই’র জুলহাস। গত শনিবার কক্সবাজারে সময় টিভির প্রতিনিধিকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাফের চালায়। অতীতের যে কোন সময়ের চেয়ে চলমান সাংবাদিক নির্যাতন মিথ্যা মামলা আমাদেরকে ভাবিয়ে তুলছে। এখনই ঐক্য বদ্ধ হওয়ার সময়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়কারী আহমেদ আবু জাফর একথা বলেন।

শনিবার হোটেল সি গার্ল এর হল রুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সহ-সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন এর ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রধান সাইদুর রহমান রিমন।

সভায় কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ