• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

শান্তিরক্ষী পাঠানোয় আবার প্রথম বাংলাদেশ | ChannelCox.com

নিউজ রুম / ১৪ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

চ্যানেল কক্স ডটকম ডেস্ক:

৬,৭৩১ জন শান্তিরক্ষী পাঠানোর মধ্য দিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে আবারও প্রথম হয়েছে বাংলাদেশ।

এদিকে সেনাবাহিনীর মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার নির্বাচিত হয়েছেন। গতকাল আইএসপিআর পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জুলাই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ১৬০ জন জনবলের কিউআরএফ (কুইক রি–অ্যাকশন ফোর্স) মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করে।

বর্তমানে শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণকারী দেশের সংখ্যা ১১৯। বাংলাদেশ সর্বমোট ৬,৭৩১ জন শান্তিরক্ষী মোতায়েন করেছে।

শান্তিরক্ষী পাঠানোয় আবার প্রথম বাংলাদেশ। বাংলাদেশের পর ৬,৬৬২ জন শান্তিরক্ষী মোতায়েন করে দ্বিতীয় স্থানে রয়েছে ইথিওপিয়া।

উপমহাদেশের মধ্যে ভারত ৫,৩৫৩ জন ও পাকিস্তান ৪,৪৪০ জন শান্তিরক্ষী মোতায়েন করে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ