আলাউদ্দীন, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত বৃহত্তর ঈদগাঁও ২ নং পোকখালী ইউনিয়নের সৌদি প্রবাসী হাজী জাফর আলমের চতুর্থ ছেলে অপহরণ চক্রের শিকার হয়েছে বলে প্রতিবেদককে জানানো হয়, কক্সবাজার জেলার সবোর্চ্চ বিদ্যাপীঠ পোকখালী আল জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার ছাত্র শাকিল ৫ ম শ্রেণীতে অধ্যয়নরত আছে বলে শাকিল প্রতিবেদককে নিশ্চিত করেন, এই বিষয়ে পোকখালী মাদ্রাসার সুপার এর সাথে যোগাযোগ করা হলে সুপার এই বিষয়ে অবগত নয়, শাকিল অপহরণ চক্রের শিকার হয়েছে বলে জানান ১৪ ই জুলাই রোজ: রবিবার সকাল ৮: ৩০ মিনিটের সময় বাহারছড়া রমজানের দোকানে ৫০০ গজ উত্তর পাশে একদল অপহরণকারী সি, এন, জি গাড়ির ড্রাইভার সহ তিনজন অপহরণকারী তাকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে যায়, পোকখালী থেকে সি, এনজি গাড়ি ঈদগাঁও বাস স্টেশনে আসলে মোঃ শাকিলের ঞান ফিরে আসে তাৎক্ষণিকভাবে শাকিল টের পেয়ে সি, এন, জি থেকে লাফ দিয়ে ছুটে আসে, তাৎক্ষণিক ঈদগাঁও বাজারে এসে এক দোকানদার থেকে বাড়িতে মায়ের সাথে যোগাযোগ করে মাকে কান্নার উচ্চ শব্দ করে ছেলের অবস্থা জানিয়ে দেয়, ঈদগাঁও বাজারে এক ব্যাবসায়ী হেলাল, ও সেলিম ভাই জানান বৃহত্তর ঈদগাঁওতে অপহরণ কারীর একটি সিন্ডিকেট রয়েছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন, এই বিষয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইনচার্জ জানান এই বিষয়ে আমি অবগত নয়, যদি এরকম কে বা কারা জড়িত তাদেরকে খুঁজে বাহির করে আইনের আওতায় আনা হবে, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে, কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না, সি, এন, জি সনাক্ত করা অভিযান চলছে।