• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

স্বাভাবিক জীবনে ফিরছে বাঁশখালীর জলদস্যু সম্রাট বাইশ্যাসহ ১০ জন | ChannelCox.com

নিউজ রুম / ১৫ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

সংবাদদাতাঃ

জলদস্যুতা থেকে স্বাভাবিক জীবনে ফিরছে চট্টগ্রামের বাঁশখালীর জলদস্যু সম্রাট আব্দুল হাকিম প্রকাশ বাইশ্যা ডাকাতসহ ১০ জন।

আত্মসমর্পণের উদ্দেশ্যে তাদেরকে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারীর একটি বাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে তারা সরকারের কাছে আত্মসমর্পণ করবে। -খবর নির্ভরযোগ্য সুত্রের।

বর্তমানে এসব জলদস্যু, সন্ত্রাসী অস্ত্র কারিগর ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে চলে গেছে। চলতি মাসের যে কোন দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের উপস্থিতিতে চট্টগ্রামের বাঁশখালীতে এই আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই ১০ জন ছাড়া শতাধিক জলদস্যু অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করতে পারে বলে সুত্রটি জানিয়েছে।

এ বিষয়ে ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, জলদস্যু সম্রাট বাইশ্যা বিভিন্ন এলাকায় আস্তানা গেড়ে সাগরে দস্যুতা করে আসছিল। সে হয়তো নিজের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরতে যাচ্ছে। শুক্রবার সে ও তার বাহিনীর ১০ সদস্যকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে স্বস্তি ফিরে এসেছে।’

আত্মসমর্পণ প্রক্রিয়াটির মধ্যস্থতা করছেন সাংবাদিক এম এম আকরাম হোসাইন। এর আগেও তার মাধ্যমে মহেশখালীতে জলদস্যু ও অস্ত্রের কারিগররা আত্মসমর্পণ করে। এটি হবে সাংবাদিক আকরামের মধ্যস্থতায় জলদস্যুদের স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখানোর দ্বিতীয় অনুষ্ঠান।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ