• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

কাল সোমবার কউকের উদ্যোগে উদযাপন হবে বিশ্ব বসতি দিবস | ChannelCox.com

নিউজ রুম / ১৫ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

‘সবার জন্য আবাসন: ভবিষ্যতের উন্নত নগর’ এ প্রতিপাদ্য-কে সামনে রেখে সোমবার (৫অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বিশ্ব বসতি দিবস ২০২০ উদযাপনের উদ্যোগে নিয়েছে। এ লক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

সকলের জন্য আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে।

এ বছরও বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। বিশ্ব বসতি দিবসের এ বছরের প্রতিপাদ্য- সবার জন্য আবাসন: ভবিষ্যতের উন্নত নগর।

বিশ্ব বসতি উপলক্ষে সোমবার বিকাল তিনটায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সভাকক্ষে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কক্সবাজার উন্নয়ন কর্তৃক পক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে গণশুনানী, সেবা স্টলের মাধ্যমে সেবাপ্রার্থীদেরকে সেবা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ