• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

কোষ্ট গার্ড কতৃক কুতুবদিয়ায় অবৈধ কারেন্ট জাল ধ্বংস | ChannelCox.com

নিউজ রুম / ১২ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

কাইছার সিকদার:

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাগরে অভিযান পরিচালনা করে আনুমানিক ৪ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও দেড় লক্ষ মিটার চর ঘেরা জাল আটক করেন। আটককৃত জাল ধ্বংস করার জন্য কোষ্ট গার্ড কুতুবদিয়া কন্টিনজেন্ট কে হস্তান্তর করা হয়। সোমবার ৫ অক্টোবর আটককৃত জাল পুড়িয়ে ধ্বংস করেছে বলে খবর পাওয়া গেছে৷ কোষ্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার খাইরুল খবর টি নিশ্চিত করেন৷

কোষ্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার খাইরুল জানান, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সোমবার ৫ অক্টোবর সকাল থেকে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ভাষান চর এলাকা ও কুতুবদিয়া চ্যানেলের বিভিন্ন সংশ্লিষ্ট এলাকা থেকে আনুমানিক ৪(চার) লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১(এক) লক্ষ ৫০(পঞ্চাশ) হাজার মিটার চর ঘেরা জাল আটক করতে সক্ষম হয়৷ আটককৃত জাল ধ্বংস করার জন্য কোষ্ট গার্ড কুতুবদিয়া কন্টিনজেন্ট কে হস্তান্তর করা হয়, আমরা কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলীর উপস্থিতে কুতুবদিয়ার দরবার ঘাট সংলগ্ন এলাকায় নিয়ে সমস্ত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করি৷

ভবিষ্যতেও অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান৷

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ