• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

কুতুবদিয়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবসের আলোচনা সভা সম্পন্ন | ChannelCox.com

নিউজ রুম / ১৪ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

কাইছার সিকদার:

“নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” প্রতিপাদ্য নিয়ে কুতুবদিয়া উপজেলা প্রশাসন এর আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় আজ জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ উপলক্ষে এক আলোচনা সভা কুতুবদিয়া উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত৷

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর, সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দীন ছোটন, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ, কৃষি কর্মকর্তা মাইন উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রজব আলী সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তি বর্গ৷

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত বলেন অনলাইনের মাধ্যমে সহজ ও ঝামেলা বিহীন জন্ম নিবন্ধন পদ্ধতি হয়ত আমাদের অনেকের জানা নেই, তাই জন্ম নিবন্ধন পদ্ধতি আরো সহজতর করে জনসাধারণের দোর গোড়ায় ঝামেলা মুক্ত সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে অনলাইন জন্ম নিবন্ধনের ব্যাপারে দ্বীপের মানুষ কে আরো সচেতন করতে হবে৷ ৪৫ দিনের মধ্যে প্রত্যেক নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে৷

সভায় বক্তারা কক্সবাজার জেলায় রোহিঙ্গা পরিস্থিতিতে চ্যালেঞ্জ কাটিয়ে সুষ্ঠু ও সঠিকভাবে জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন। কুতুবদিয়া উপজেলায় ও অত্যন্ত সতর্কতার সাথে সঠিক তদন্তের মাধ্যমে প্রত্যেক নাগরিকের জন্ম নিবন্ধন নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়৷

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ