• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

বেনাপোল দিয়ে এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ গেল ভারতে | ChannelCox.com

নিউজ রুম / ২০ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

চ্যানেল কক্স ডটকম ডেস্ক:

দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে বেনাপোল বন্দর দিয়ে এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে। যার মূল্য এক কোটি ৮৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

প্রতি কেজি ইলিশের দর নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার। রফতানি করা প্রতিটি ইলিশের সাইজ এক কেজি ২শ গ্রাম। বৃহস্পতিবার সর্বশেষ চালানে ১৯৭ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, বাণিজ্য মন্ত্রণালয় দুই দফায় ১৩ জন রফতানিকারককে মোট এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দিয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ১২ মেট্রিক টনের ইলিশের প্রথম চালান ভারতে রফতানি হয়।

৮ অক্টোবর বিকেল সাড়ে ৫টার সময় সর্বশেষ চালানে এক ১৯৭ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে। মোট ইলিশ রফতানি হয়েছে এক হাজার ৮৭৫ মেট্রিক টন।

পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় ইলিশ মাছ রফতানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালের আগে ভারতে ইলিশ রফতানি করা হতো। তবে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর ইলিশ রফতানি বন্ধ করে দেয় সরকার।

২০১৯ সালের ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল সরকার। এরপর থেকে আবারও বন্ধ থাকে ইলিশ রফতানি।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ