• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

ধর্ষণের বিরুদ্ধে চকরিয়ান গ্রুপসহ ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনেৱ একাত্মতায় মানববন্ধন | ChannelCox.com

নিউজ রুম / ১৯ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

মো: নাজমুল সাঈদ সোহেল,চকরিয়া:

“জেগে উঠো নারী-হাতে নাও তরবারি
অনেকতো হলো বাড়াবাড়ি
এবার গলার ফাঁস বানাও-তোমার গায়ের শাড়ি”

এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ান গ্রুপের উদ্যোগে দেশব্যাপী লাগামহীন ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চকরিয়া-পেকুয়া এক্সপ্রেস সহ ৩০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা তিনটার দিকে চকরিয়ান গ্রুপ এর আয়োজনে চকরিয়া পৌর শহরের মহাসড়কে ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন করা হয়। এতে একাত্মতা পোষণ করে প্রায় ৩০ টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

চকরিয়ান গ্রুপের এডমিন আমিন খান সোহাগ এর সভাপতিত্বে মডারেটর রাশেদের সঞ্চালনায়, মডারেটর রিপন, তাজুল, রানাসহ অন্যান্য এডমিন ও মডারেটরের সার্বিক সহযোগিতায় মানববন্ধন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জামাল মেম্বার, চকরিয়া পেকুয়া এক্সপ্রেসের প্রধান সমন্বয়ক শামীমুল ইসলাম পাপেল। কেন্দ্রীয় কমিটির উপ সমন্বয়ক আজাদ, সাগর, সাফাত, রাফসান, শাওরিন, সাজিয়া, ফারজানা সাগর প্রমুখ।

এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ