• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

নারায়নগঞ্জে সাংবাদিক খুন: হত্যাকারীদের গ্রেফতারের দাবি করেছে বিএমএসএফ | ChannelCox.com

নিউজ রুম / ২১ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

ঢাকা রোববার ১১ অক্টোবর ২০২০: নারায়নগঞ্জ বন্দরে মাদক ব্যবসায়ী তুষার গংদের এলোপাথারি ছুরিকাঘাতে সাংবাদিক ইলিয়াস আহম্মেদ (৪৫) নিহত হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে নারায়নগঞ্জ বন্দরের বালুচর এলাকায় ইলিয়াসের বাসার সামনের রাস্তায় মাদক ব্যবসায়ী তুষার গংদের হামলায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা যান। তিনি দৈনিক বিজয় পত্রিকায় কাজ করতেন।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর হত্যাকান্ডে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

গণমাধ্যমে তাৎক্ষনিক পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে হত্যাকারী যে কেউ হোক না কেন দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার দাবি করেন। অন্যথায় সারাদেশের সাংবাদিকরা বিচারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবেন।

দেশে সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতির কারনে সাংবাদিক হত্যার মিছিল কেবল বাড়ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ