• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত | ChannelCox.com

নিউজ রুম / ২৩ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

জাহাঙ্গীর হোসেনঃ

“দূর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেঁকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস-২০২০।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী এর সভাপতিত্বে ভার্চুয়াল প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।

দূর্যোগেকালিন সময়ে করনীয় বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, স্থানীয় সরকার এর উপ পরিচালক, উপ সচিব শাকিল আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ পরিচালক আবদুল্লাহ আল আরেফিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও উপ সহকারি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দূর্যোগকালিন সময়ে করণীয় মহড়া প্রদর্শন করে জেলা ফায়ার ব্রিগেড এর একটি চৌকস দল।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ