• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

কুতুবদিয়ায় আলোচিত এক শীর্ষ ডাকাত আটক | ChannelCox.com

নিউজ রুম / ১৩ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

কাইছার সিকদার:

মঙ্গলবার (১৩ অক্টোবর) কক্সবাজারের কুতুবদিয়া বড়ঘোপ বাজার থেকে গোপনে কুতুবদিয়া থানার এসআই রায়হান উদ্দিন বিশেষ অভিযান চালিয়ে ডাকাত শফি উল্লাহ(৩৫), পিতা- আবুলকাশেম নামের এক শীর্ষ ডাকাত আটক করেছে বলে খবর পাওয়া গেছে৷

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন খবর টি নিশ্চিত করেন৷ ডাকাত শফিউল্লাহ কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ছাদের ঘোনা ৪নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে৷

কুতুবদিয়া থানার বরাত দিয়ে ধৃত শফিউল্লাহ কুতুবদিয়া আদালতে অন্য একটি মামলায় হাজিরা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গোপন খবরের ভিত্তিতে থানার এস আই রাইহান সঙ্গীয় ফোর্স নিয়ে পতেঙ্গা থানার একটি মামলা নং-২২(১)১৩ ধারা ৩৯৯/৪০২ জি আর ৭৫/১৩ ওয়ারেন্ট ভুক্ত আসামী হিসেব আটক করা হয়৷ এ ছাড়া শফিউল্লাহর নামে কুতুবদিয়া থানায় আরো ২(দুই) টি মামলা সহ মোট তিনটি ডাকাতি মামলারয়েছে৷ যার মামলা নং-৩৯৯/৪০২ জি আর নং-নং-৪৯/১৯

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, আমরা শুনেছি দীর্ঘ বছর যাবৎ শফিউল্লাহ নামক এই ব্যাক্তি কুতুবদিয়া চ্যানেল সংশ্লিষ্ট গভীর সাগরে ও উপকুলের কাছাকাছি এলাকায় ডাকাতি করে আসছিল, ওনি একজন চিহ্নিত জলদস্যু যার নামে মামলা ও রয়েছে৷ সব তথ্য উপাত্ব নিয়ে নিশ্চিত হয়েই আমরা এই ব্যক্তি কে আটক করি৷ কুতুবদিয়া দ্বীপের আইন শৃঙ্খলা রক্ষায় মাদক ও জলদস্যু এই দুইটা বিষয় কে সামনে রেখে আমরা কাজ করে যাব৷ অপরাধী যেই হোক আমরা তাকে ছাড় দেব না৷

মাদক, দুর্নীতি ও ডাকাতি রোধে সকলের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন৷

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ