• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

৯ ধরনের রোগীকে ওমরাহ না করতে সৌদির আহ্বান! ChannelCox.com

নিউজ রুম / ২০ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

চ্যানেল কক্স ধর্ম ডেস্ক:

আপাতত ৯ ধরনের লোককে ওমরাহ পালন না করতে আহ্বান জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে এসব রোগীর তথ্য তুলে ধরা হয়েছে।

মহামারি করোনার এ সময়ে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে ওমরাহ ও জিয়ারতে অংশগ্রহণ না করতে আহ্বান জানান তারা। টুইটারে উল্লেখিত রোগের বিবরণগুলো তুলে ধরা হলো-

وزارة الصحة توصي بعض الفئات بتأجيل #العمرة أو زيارة الحرم في الوقت الراهن حرصاً على سلامتهم #اعتمر_بصحة pic.twitter.com/x8yjiwWlLL

— أيام في مكة (@daysinmakkah) October 12, 2020

– যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। যারা ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।
– যারা হৃদরোগে আক্রান্ত।
– যাদের হার্টের অবস্থা দুর্বল। এ রোগে ছয় মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
– যারা উচ্চ রক্তচাপে আক্রান্ত। এ রোগে ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।
– যারা এইচআইভি (এইডস) আক্রান্ত। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে।
– গর্ভবর্তী নারী।
– যারা মোটা তথা অতিরিক্ত স্বাস্থ্যবান বা লিভার ডিজিজে আক্রান্ত।
– দীর্ঘ সময় ধরে বুকের যে কোনো রোগে আক্রান্ত।

অন্য যে কোনো রোগে আক্রান্তদের জন্যও এ মুহূর্তে ওমরাহ না করতে উপদেশ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের জন্য আরও কিছু দিন সময় অপেক্ষা করে ওমরাহ করার আহ্বান জানিয়েছেন তারা।

মহামারি করোনায় প্রায় সাত মাস ওমরাহ বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে ওমরাহ পালন শুরু হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে দেশটি ওমরাহ ও জিয়ারতের সিদ্ধান্ত নেয়। স্বাস্থ্য নিরাপত্তার জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ