• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

ঈদগাঁও বাজারে মেম্বারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ডারকে হত্যার চেষ্টাঃ মামলা, সমাবেশ

নিউজ রুম / ১২ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও

কক্সবাজারে ঈদগাঁও বাজারের বাঁশঘাটা সড়কে কক্সবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ডাঃ শামশুল হুদাকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার দিদারুল ইসলামকে প্রধান আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে ভিকটিম। এদিকে ডাঃ শামশুল হুদাকে হত্যার চেষ্টার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ইউনিটের যৌথ আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর বিকালে বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিমের সভাপতিত্বে, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ইউনিটির সাধারণ সম্পাদক এস এম নুরুল হাকিম নুকির উপস্থাপনায় বক্তব্য রাখেন আহত ডাঃ শামশুল হুদা, স্বপন চৌধুরী, মোহাম্মদ হোসেন, গুরা মিয়া, সাংবাদিক কাফি আনোয়ার, সন্তানদের পক্ষে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান বাবলু, নুরুল আজিম প্রমূখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ ওমর, সতিন্দ্র, মিলন কান্তি পাল, মুক্তিযোদ্ধার সন্তান আবছার কামাল, সোহাইল চৌধুরী, আনিছসহ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাগনের স্ত্রী, সন্তানগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত তিন দিন আগে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার ইউছুপের খীল মৃত ছৈয়দ নুরের ছেলে দিদারুল ইসলাম, মহসিনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ডাঃ শামশুল হুদা ব্যবসায়ীক প্রতিষ্ঠান চৌধুরী ফার্মেসীতে গিয়ে হত্যার উদ্দেশ্য হামলা চালিয়ে হাত ভেঙে দেয়, এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দোকান পাঠের মালামাল ও নগদ টাকা, মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে ডাঃ শামশুল হুদার উপর অতর্কিত হামলা চালিয়েছে তারা।এ ঘটনায় দুইদিন পর কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের হলেও এ এসংক্রান্ত কোন কাগজপত্র তদন্ত কেন্দ্র পৌঁছেনি বলে সূত্রে জানা গেছে। তবে মেম্বার দিদারুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা ডাঃ শামশুল হুদা আমাদের মুরব্বী, উনার উপর হামলা বা আক্রমণ করার প্রশ্নই আসে না।যে অভিযোগ গুলো আনা হয়েছে তা সত্য নয়। উক্ত সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের ধরতে না পারলে সর্বশ্রেণীর মানুষদের নিয়ে বৃহত্তম আন্দোলন ঘোষনা করা হবে।

 


আরো বিভন্ন বিভাগের নিউজ