• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

কুতুবদিয়ায় ব্রাকের উদ্যোগে কমিউনিটি কনসালটেশন ওয়ার্কশপ সম্পন্ন | ChannelCox.com

নিউজ রুম / ১৭ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিনিধি:

মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি করণের লক্ষ্যে ২১ অক্টোবর বুধবার কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ধুপি পাড়া কমিউনিটি ক্লিনিকে এনজিও সংস্থা ব্রাকের উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়৷ এতে প্রসূতি (মা) ও শিশুদের স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক বিষয় নিয়ে আলোচনা হয়৷

কর্মশালায় সভাপতিত্ব করেন, সাবেক কুতুবদিয়া উপজেলা শ্রমিক লীগ সভাপতি ও লেমশিখালী ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম৷

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাষ্টার সেলিম উল্লাহ বিএসসি, মৌলভী আবদুল মালেক, জামে মসজিদের খতিব মৌলভী নেজাম উদ্দিন, মোক্তার আহম্মদ, মজিবুর রহমান, মাসুক ইলাহি, রফিক উদ্দিন, জুলু রাম সরদার, সুনিল কুমার দেওয়ানজি, বেগম রোমানা ইয়াসমিন, সিএসসিপি রেহানা পারবিন সহ সমাজের গণ্যমান্য ব্যক্তি বর্গ, সমাজ সেবক ও যুব সমাজের উল্লেখযোগ্য অংশ৷

সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম এমইউপি বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, একজন সুস্থ মা একটি সুস্থ শিশুর জন্মদানের নিশ্চয়তা রাখে৷ আমাদের সকলের উচিত মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় আরো যত্নবান হওয়া৷ এ ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা অপরিসীম, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ ও (COVID-19) করোনার ভয়ঙ্কর থাবায় জর্জরিত, শুধু মা কিংবা শিশু নয় দেশের সকল মানুষ বিপজ্জনক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে, এ সুযোগে কিছু স্বার্থান্বেষী মতলববাজ মানুষ ধর্ষণ, খুন, রাহাজানি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তৎপর হয়েছে৷ সকল স্বার্থান্বেষী মহলের চক্রান্তকে প্রতিহত করে জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে উন্নয়নের মহাসড়ক ধরে৷ এদেশ হবে সকল মা ও নবাগত শিশুর জন্য আরো সুন্দর, আরো নিরাপদ৷

দেশের যুব সমাজ কে চক্রান্তকারী দের বিরুদ্ধে আরো সোচ্চার ও সক্রিয় হওয়ার আহবান জানান তিনি৷

বক্তারা সুস্থ জাতী গড়ার লক্ষে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার উপর গুরুত্বারোপ করেন৷

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ