• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের আশ্বাসবাণী ঢাকাকে শোনাল বেইজিং | ChannelCox.com

নিউজ রুম / ১১ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

চ্যানেল কক্স ডটকম ডেস্ক:

সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমার ফিরিয়ে নেবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনালাপে তিনি এ কথা জানান।

ওয়াং ই বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত নেয়া হবে বলে সম্প্রতি মিয়ানমার আবারও চীনকে আশ্বস্ত করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে আরও বলা হয়, ফোনালাপে চীনের করোনাভাইরাসের টিকা বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।

করোনা মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনার কারণে চীনের যেসব প্রকল্প স্থগিত বা ধীরগতিতে পড়েছে সেগুলো পরিস্থিতির উন্নতি হলে দ্রুত শেষ করা হবে।

চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের বাংলাদেশি যেসব শিক্ষার্থী ও গবেষক দেশে এসে করোনার কারণে আটকে পড়েছেন, তাদের ভিসা নবায়নের বিষয়ে ওয়াং ইকে অনুরোধ জানান ড. মোমেন।

এ বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশি শিক্ষার্থীদের চীনে প্রবেশের বিষয়ে সেদেশের সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হলে বাংলাদেশিদের অগ্রাধিকার তালিকায় রাখা হবে। সেক্ষেত্রে ভিসা ও অন্যান্য বিষয়ের দ্রুত সমাধান হবে।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘আমার দেখা নয়াচীন’ বইটি চীনা ভাষায় অনুবাদের উদ্যোগের জন্য সেদেশের সরকারকে ধন্যবাদ জানান ড. মোমেন।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ