• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

ফ্রান্সে রাসুল (সাঃ)কে অবমাননার প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ

নিউজ রুম / ১৫ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

সংবাদ বিজ্ঞপ্তি:
ব্যাঙ্গ চিত্র প্রকাশের মাধ্যমে ফ্রান্সে রাসুল (সাঃ)কে অবমাননার প্রতিবাদে কক্সবাজার সদরের ঈদগাঁওতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে দক্ষিণ মেহেরঘোনা আল-আমিন ছাত্র সংসদের এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

বিশ্ব নবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভকারীরা স্লোগানে মুখরিত করে তোলে আকাশ বাতাস। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় তারা।

বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক হয়ে ঈদগাঁও বাস-স্টেশনে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন- ঈদগাহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, সমাজসেবক ছৈয়দুল হক, আল-আমিন ছাত্র সংসদের সভাপতি হারুনর রশিদ ও ছাত্রনেতা রবিউল আলম।

বিক্ষোভ কর্মসূচিতে প্রবাসী জসিম উদ্দিন, দুদু মিয়া, আরফাত, শামসুল আলম, মোঃ খালেদ, আবু তালেব, রুবেলসহ ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ইহুদি রাষ্ট্র ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র করে পুরো বিশ্বে মুসলমানদের কলিজায় প্রতিবাদের আগুন ধরিয়ে দিয়েছে। এর মাধ্যমে ফ্রান্স সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চাচ্ছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ থেকে ফ্রান্সের সকল ধরণের পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ