• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

দরিদ্র, সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মুখে হাসি ফুটাচ্ছে “কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেস”

নিউজ রুম / ১১ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২০

শাহিদ মোস্তফা শাহিদ, সদর

“দরিদ্র শিশুদের পাশে দাড়াই, শিক্ষার আলো ছড়াই” এই শ্লোগানকে সামনে রেখে কাজ করছে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেস (সিডিএ) নামের একটি মানবিক সংগঠন। কক্সবাজার সদর উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের বেশ কয়েকজন শিক্ষার্থীদের উদ্দ্যোগে হতদরিদ্র, সুবিধা বঞ্চিত, শিশু শিক্ষার্থীদের নিয়ে এ কাজ চালিয়ে আসছে তারা। সংগঠনের সদস্যরা জানান, প্রতিটি শিশুর মধ্যে রয়েছে সুপ্ত প্রতিভা।

তেমনিভাবে সুবিধা বঞ্চিত শিশুদের ভেতরও রয়েছে আলাদা একটি জগৎ। তাদের চিন্তাধারাও আলাদা আলাদা। একটু সহযোগিতা, একটু সহানুভূতি, একটু ভালোবাসায় বদলে যেতে পারে তাদের জীবন। তারই ধারাবাহিকতায় সুবিধা বঞ্চিত শিশুদের মুখে একফালি হাসি ফুটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু উদ্যমী শিক্ষার্থী ও মানবিক মানুষের হাতে গড়া সংগঠন ( Community Development Awareness__CDA) এর মাধ্যমে। দরিদ্র শিশুদের শৈশব কেড়ে নিয়ে তাদের অনিশ্চয়তায় ফেলে দেওয়া কখনও ঠিক হবে না। ওদের ও স্বপ্ন আছে, তাদের স্বপ্ন গুলো বাস্তবায়নের লক্ষ্যে তারা এ উদ্দ্যোগটি নিয়েছেন। তাদের চিন্তাধারা যথাযত শিক্ষা গ্রহণ করার,কারো কাছে লাঞ্চিত না হওয়ার, দু’ বেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থা করা। প্রত্যেকটি শিশুর মাঝেই রয়েছে অমিত সম্ভাবনা। পথশিশুদের পরিচর্যা করলে তারা বনলতা থেকে বটবৃক্ষে পরিণত হতে পারে।

খেয়াল রাখতে হবে, তারা যেন কোনোভাবেই আমাদের দ্বারা অবহেলার শিকার না হয়।তারা সমাজের বিত্তবানদের পাশে থাকার আহবান জানিয়ে আরো বলেন, আমাদের সাথে আপনিও এগিয়ে আসুন, যেকোন তথ্য জানতে বা দরিদ্র শিশুদের সহায়তা করতে যোগাযোগ করুন আমাদের পেইজ ইনবক্সে। আপনার সামান্য সহযোগীতায় বড় আকারে সহায়তা পাবে দরিদ্র শিশু।তাই তাদের মুখে হাসি ফুটাতে আপনিও এগিয়ে আসুন।তাদের সহায়তা করতে পারেন ০১৮২১৪৩১২৫৬ বা ০১৮৫৮২০০২০৬ এই নাম্বারে অথবা আমাদের ফেইসবুক পেইজ Community Development Awareness_CDA।


আরো বিভন্ন বিভাগের নিউজ