• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

ছেলেধরা গুজব থেকে সতর্ক করতে জব্বারিয়া মাদরাসায় পুলিশের প্রচারণা

নিউজ রুম / ৩০৬ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

মিছবাহ উদ্দিন
দেশের সর্বত্রে ছড়িয়া পড়া ছেলেধরা গুজব থেকে সতর্ক করতে প্রচারণা চালাচ্ছেন পুলিশ প্রশাসন।২৫শে জুলাই সকাল ১১টার সময় এ প্রচারণার অংশ হিসাবে ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদরাসায় ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্র ও কমিউনিটি পুলিশের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এ অনুষ্টান অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্টান প্রধান মৌলানা মনছুর আলম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এএস আই মহি উদ্দিন, কাইয়ুম উদ্দিন, মাহবুব আলম মাবু। এসময় উপস্থিত মাদরাসার শত শত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সম্প্রতি ছেলেধরা গুজব নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। ফায়দা লুটছে কুচক্রী মহল।

তাই আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
কোনমতে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যদি এধরণের কোন সংবাদ পাওয়া যায় সাথে সাথে পুলিশকে অবহিত করতে হবে। পুলিশ সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবে। তাই গুজব থেকে দেশবাসী কে বেরিয়ে আনতে ছাত্র/ছাত্রীকে এগিয়ে আসার আহবান জানানো হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ