• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

চকরিয়ায় রাতের আঁধারে পাহাড় খেকোদের বিরুদ্ধে ইউএনওৱ অভিযান

Md. Nazim Uddin / ১৪ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বারআউলিয়া নগরে রাতের আঁধারে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন।০৮ নভেম্বর রাত ১০.০০ টায় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ এর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

এসময় পাহাড় কেটে মাটি বিক্রয় ও পরিবহন কাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন ডাম্পার গাড়ি জব্দ করা হয়। এছাড়া পাহাড়কাটার দায়ে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

অভিযানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রয় করে আসছে একটি অসাধু মহল। প্রশাসনকে ফাঁকি দিয়ে ঐ চক্র রাতেৱ আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রয় করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবহন কাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন ডাম্পার গাড়ি জব্দ করা হয়।

তিনি আরো বলেন, পাহাড় কর্তনকারীদের কোন ভাবে ছাড় দেয়া হবে না এবং অভিযান অব্যহত থাকবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ