• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

কুতুবদিয়ায় শীর্ষ জলদস্যু ছালেহ আহমদ গ্রেফতার

Md. Nazim Uddin / ৯ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

কাইছার সিকদার:

আন্তঃ জেলার জলদস্যু সম্রাট ছালেহ আহমদ (৫৫) কে রবিবার দুপুরে কুতুবদিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা গেইটে অবস্থান করার সময় গ্রেফতার করে৷

থানা সূত্রে জানা গেছে, রবিবার (২২নভেম্বর) দুপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিদর্শক(তদন্ত) মোঃ জুয়েল ইসলামের নেতৃত্বে, এসআই সানাউল্লাহ, এসআই ছৈয়দ শফিউল করিম, এসআই ফখরুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম, এএসআই আমান উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করে৷ তার বিরুদ্ধে কুতুবদিয়া থানাসহ পার্শ্ববর্তী উপকূলীয় বিভিন্ন থানায় এক ডজনের অধিক ডাকাতি, খুন, মাদক(ইয়াবা) মামলা রয়েছে৷ এরই মধ্যে ছালেহ আহমদ মহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী ও জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন৷

দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধ জগতে জড়িয়ে পড়ে৷ তখন থেকেই আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে আদালত কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করে৷ রবিবার দুপুরে কুতুবদিয়া থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করে বলে কুতুবদিয়া থানার ওসি তদন্ত জুয়েল ইসলাম নিশ্চিত করেন৷

আটক ছালেহ আহমদ প্রকাশ ছাইল্যা ডাকাত কুতুবদিয়া দ্বীপের লেমশিখালী ইউনিয়নের হক পাড়ার মৃত আবু মুছার ছেলে৷ সে কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক সম্রাট আইয়ুব আলীর বড় ভাই৷


আরো বিভন্ন বিভাগের নিউজ