• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ টি রেস্টুরেন্টে জরিমানা

Md. Nazim Uddin / ১৩ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

পর্যটকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কক্সবাজার জেলা প্রশাসন। মঙ্গলবার ২৪ নভেম্বর এ অভিযান পরিচালনা করা হয়।

তারই অংশ হিসেবে শহরের সী-লেম্প, লাইফ ফিসসহ ৫ টি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখাসহ নানা অভিযোগে ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পর্যটন শহর হিসেবে দেশী-বিদেশী পর্যটকদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে পুরো পর্যটন মৌসুমে এ অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা।

অভিযানে জাতীয় ভোক্তা অধিদফতর কক্সবাজার সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন, ৩৯ আনসার ব্যাটালিয়ানের সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মৌসুমের শুরু থেকে পর্যটকদের চাপ বাড়ে এই সমুদ্র শহরে। তাই পর্যটকদের কথা চিন্তা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি সংশ্লিষ্টদের।


আরো বিভন্ন বিভাগের নিউজ