• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে বিরল শিশুর জন্ম

মানবিক শওকত / ১৭ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

গতকাল চট্রগ্রামের আগ্রাবাদের হাজিপাড়ায় এক বিরল শিশুর জন্ম হয় যা দেখে আত্মীয় স্বজনরা সবাই মুখ ফিরিয়ে সড়কে পড়ে ৷ কারন বাচ্ছাটি আর দশটি বাচ্ছার মত স্বাভাবিক নয় ৷ অস্বাভাবিক দৈহিক গড়নের তার উপর খুবই অসুস্থ্য ৷ বর্তমানে বাচ্ছাটিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের NICU তে রাখা হয়েছে ৷

বাচ্ছার বাবা রিপন মিয়া একজন গার্মেন্টস শ্রমিক সে একাকি হাসপাতালের বারান্দায় ছুটে বেড়াচ্ছে যে রকমই হোক তার সন্তানতো , কিন্তু তার নিকট বাচ্ছার চিকিৎসা খরচ চালানোর মত কোন এভেলিটি নেই ৷ এদিকে তার স্ত্রীও অসুস্থ্য অবস্থায় হাসপাতালের বেড়ে পড়ে রয়েছে ৷ কোন উপায় অন্তর না দেখে দরীদ্র রিপন মিয়া আমাদের মানবিক পুলিশ ইউনিটের সাথে যোগাযোগ করলে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রিপন মিয়ার পাশে দাড়াই ৷

নবজাতকের চিকিৎসার জন্য রিপন মিয়ার হাতে মানবিক পুলিশ ইউনিট সিএমপির পক্ষ থেকে নগদ ১০০০০ দশ হাজার টাকা তুলে দেই ৷ এবং অন্যান্য সহযোগিতাও মানবিক পুলিশ ইউনিটের পক্ষ থেকে অব্যাহত থাকবে ৷ শিশুটির দৈহিক গঠনের কারনে প্রতিবেশিরা মুখ ফিরিয়ে নিলেও আমরা মানবিক পুলিশ ইউনিট বাচ্ছাটির পাশে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ ৷

শওকত হোসেন—

{ মানবিক পুলিশ ইউনিট সিএমপি }


আরো বিভন্ন বিভাগের নিউজ