• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

ফিউচার লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মহান বিজয় দিবস উদযাপন সম্পন্ন

শহিদুল করিম শহিদঃ / ২০ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে
বুধবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় কক্সবাজার শহরের আলির জাঁহাল উত্তর রুমালিয়ারছড়া ফিউচার লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অনুগত থাকার শপথ পাঠ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বনামধন্য প্রতিষ্ঠান ফিউচার লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক জসিম উদ্দিন কাজল।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,
আজ (১৬ ডিসেম্বর)২০২০ মহান বিজয় দিবস ।
বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।
তবে এক দিনেই আমরা বিজয় অর্জন করিনি।
এর পেছনে রয়েছে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াই। যে লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা।
জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে স্মরণ করবে সেই শহীদদের,
যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।
স্মরণ করবে সেইসব বীর সেনানীকে, যাঁরা শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দেশ উপহার দিয়েছেন।
যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রধান অতিথি ফিউচার লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক জসিম উদ্দিন কাজলের নির্দেশনায় মহান বিজয় দিবস উপলক্ষে চিকিৎসা নিতে আসা সকল ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধি
মোহাম্মদ কাশেম ও ফিউচার লাইফের প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন ফিউচার লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিকিৎসা নিতে আসা ছাত্র
মোহাম্মদ সাঈদ ,মোহাম্মদ ইয়াছিন ও অপু
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আজিজুল্লাহ বাহাদুর।


আরো বিভন্ন বিভাগের নিউজ