• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

ঝিলংজার সন্ত্রাসী এরশাদ শিকদারের কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী

বার্তা পরিবেশক / ১৫ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

কক্সবাজার সদরের ঝিলংজা ৬ নং ওয়ার্ড, বাংলাবাজার, পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত মুজিবুল হকের পুত্র চিহ্নিত সন্ত্রাসী এরশাদ উল্লাহ (৩৫) প্রকাশ এরশাদ শিকদারের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছে জনসাধারণ।

ভুক্তভোগী হাজী শফিউল হক জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী এরশাদ উল্লাহ দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
এমনকি সন্ত্রাসী এরশাদ উল্লাহর নিয়ন্ত্রণে শহরের কালুর দোকান, পাহাড়তলী,
বাস টার্মিনাল, ঝিলংজা বেশ কিছু স্থানে চিহ্নিত সন্ত্রাসী, চোরাকারবারি বাহিনী রয়েছে ।
বিগত কিছুদিন আগে বিডিআর ক্যাম্প এলাকা থেকে বাস টার্মিনালের মাঝপথে
আমার মালিকানাধীন সিএনজি হাইজ্যাক ও অপহরণ পূর্বক লাশগুম করার উদ্দেশ্যে আমাকে বেপরোয়া মারধর করেছে।
তন্মধ্যে স্থানীয়রা এগিয়ে আসলে, চিহ্নিত সন্ত্রাসী এরশাদ উল্লাহ ও অজ্ঞাত নামা ৪/৫ জন পালিয়ে যায়।
পরক্ষণে বিভিন্নভাবে হুমকি ভয়-ভীতি মারবে ,কাটবে ,লাশ গুম করবে , আমার মালিকানাধীন সিএনজি হাইজ্যাক করবে বলে হুমকি দিয়ে আসছে চিহ্নিত সন্ত্রাসী এরশাদ সিকদার।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায়
শফিউল হক বাদী হয়ে, সন্ত্রাসী এরশাদ উল্লাহকে আসামি করে, অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে বলে জানান হাজী শফিউল হক।

স্থানীয় সচেতন মহল জানান গত ১৩ জানুয়ারি আনুমানিক বিকাল পাঁচটায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী এরশাদ উল্লাহ অজ্ঞাত নামা ২/৩ জন শফিউল হক এর বসত গৃহের সামনে রাস্তায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছে শফিউল হক এর পরিবারকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী অভিযোগ করে বলেন,
সন্ত্রাসী এরশাদ উল্লাহ প্রকাশ এরশাদ শিকদার কক্সবাজার শহরের কালুর দোকানসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী ও চোরাকারবারি বাহিনী গঠন করে, চুরি ,চিন্তায় ,মাদক বিক্রীসহ সকল ধরনের অপরাধ কর্মকান্ড নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় ঝিলংজা চেয়ারম্যান টিপু সুলতানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরশাদ উল্লাহ ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা সে একজন টমটম চালক হিসেবে জানি, তবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছে কি না জানিনা।
আমার ঝিলংজা ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোন স্থান নেই।
যদি কেউ গোপনে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ