• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১০ অপরাহ্ন

কুতুবদিয়ায় কুকুরের শরীরে জলাতঙ্ক টিকাদান কর্মসূচীর অবহিতকরণ সভা

Md. Nazim Uddin / ২৪ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

কাইছার সিকদার:

জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের শরীরে জলাতঙ্ক রোগের টিকাদান কর্মসূচী অবহিতকরণ সভা কুতুবদিয়া সরকারি হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গির আলম চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল চৌধূরী৷

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লেলিন দে।

এ অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার রেজাউল হাছান, মেডিকেল অফিসার মাহামুদুল হাছান, মেডিকেল অফিসার শরীফুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে লিটন কুতুবী, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধূরী, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমেদ, সংবাদকর্মী মোঃ নজরুল ইসলাম, মহিউদ্দিন আল কুতুবী, স্বাস্থ্য পরিদর্শক শাহাব উদ্দিন, মোসলেম উদ্দিন মাতবর, ইপিআই টেকনিশিয়ান ছৈয়দ কামরুল হাছান, এমডিভির সুপারভাইজার হায়দার আলম, কুতুবদিয়া হাসপাতালের প্রধান সহকারি নাছির উদ্দিন, স্বাস্থ্য সহকারিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের শরীরে টিকাদান কার্যক্রম উপলক্ষে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রাণী সম্পদ যৌথ উদ্যোগে জুনোটিক ডিজিজ কন্ট্রোল সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা বাস্তবায়ন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কক্সবাজারের উপকূলীয় দ্বীপ কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়নে আগামী ৩১ জানুয়ারী হতে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত প্রত্যেক ইউনিয়নের মহল্লায়, হাঁট বাজারে, শুঁটকি কিল্লায় চিরুনি অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা দক্ষ ও কৌশলী ৩৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি জলাতঙ্ক ব্যাকসিন কুকুরের শরীরে প্রয়োগের জন্য মাঠে কাজ করবেন। এ উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম কর্মী ও প্রশাসনকে নিয়ে অবহিত করণ সভার আয়োজন করেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ