• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

লামায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন

নিউজ রুম / ১৫৯ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এ প্রতিপাদ্যকে মানসপটে ধারণ করে বান্দরবানে লামা উপজেলা প্রশাসন এর সহযোগিতা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে তিন দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই, ২০১৯ ইং) সকালে লামা উপজেলা পরিষদ চত্ত্বরে মেলা উপলক্ষে শোভাযাত্রা,স্টল পরিদর্শনন, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।

আরো বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইশরাত ছিদ্দিকা, থানা অফিসার ইনর্চাজ (ওসি) অপেল্লা রাজু নাহা, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন,মিল্কী রাণী দাশ, বিএডিসির উপ-পরিচালক মাহফুজুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া,লামা সদর রেঞ্জ অফিসার মোঃ আনোয়ার হোসেন খাঁন প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লামা উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মোঃ মামুন ইয়াকুব ও সঞ্চলনায় ছিলেন উপসহকারি কৃষি অফিসার গোপন চৌধুরী।
উল্লেখ্য,চলমান মেলার স্টলসমূহতে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি চারা গাছ পাওয়া যাচ্ছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ