• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

ভুল পথে পা না বাড়ানোর প্রতিজ্ঞা রোহিঙ্গাদের

বার্তা কক্ষ / ২০৭ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

ইমাম খাইর, কক্সবাজার
উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৭তে আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৩০ জুলাই দুপুরে সিআইসি অফিস সংলগ্ন খেলার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাম্প-১৭ এর ইনচার্জ (সিআইসি) এএসএম ওবায়দুল্লাহ।

আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে র‌্যালি

বিশেষ অতিথি ছিলেন- মুসলিম এইড ইউকে-এর সিনিয়র এডমিন কোঅর্ডিনেটর মোস্তাফিজুর রহমান, স্কুল ফিডিং প্রকল্প সমন্বয়ক আরিফুল ইসলাম।
এছাড়াও একটেড এর সিনিয়র সাইড ম্যানেজমেন্ট অফিসার হুমায়ুন কবির, মিসেস হেনা, মুসলিম এইড ইউকে-এর প্রকল্প কর্মকর্তা জাবেদ নুর সালাহ উদ্দিন, এমিনি অফিসার এমডি ইউনুছ, এডমিন সহকারী আবদুল গাফফার কুতুবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুসলিম এইড ইউকে-এর অর্থায়নে এবং জাতীয় মানবকল্যাণ মিশনের আয়োজনে আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবসের এই অনুষ্ঠানে ক্যাম্প-১৭ এর অধীনে ২২টি কমিটির চারশতাধিক রোহিঙ্গা নারী পুরুষ অংশগ্রহণ করে।

আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে র‌্যালি

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে মানবপাচারের শিকার ব্যক্তিদের করুণ কাহিনী তুলে ধরে সবাইকে সতর্ক করা হয়। বাস্তবসম্মত সচিত্র সর্ট ফিল্ম দেখে রোহিঙ্গারা ভুল পথে পা বাড়াবেনা বলে হাত তুলে প্রতিজ্ঞা করে। সেই সাথে তারা অপরকেও এ বিষয়ে সচেতন করবে বলে জানায়। আলোচনা অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস র‌্যালি বের করে আয়োজকরা। সবশেষে মানবপাচারের বিষয়ে ব্যাপক সচেনততা সৃষ্টির লক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ