• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জকির বাহিনীর প্রধানসহ ৩ জন রোহিঙ্গা নিহত

Md. Nazim Uddin / ১৬ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

টেকনাফের শালবন ও জাদিমুড়ায় মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী বিকালে হত্যা, ধর্ষণ ,অপহরণ ও মাদকসহ ২০টি মামলার আসামী ডাকাত জকির বাহিনীর প্রধান জকিরসহ তিন ডাকাত র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

র‌্যাব-১৫ এর উইং কমান্ডার আজিম আহমেদ জানিয়েছেন, জকির বাহিনীর প্রধান জকিরসহ তিনজন র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে। এবং দুইটি পিস্তল, দুইটি বন্দুক, পাঁচটি ওয়ান শুটার সহ ২৫ রাউন্ড বন্দুক ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শালবন এবং জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের কুখ্যাত ডাকাত জকির গ্রুপের সাথে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দলের সাথে আনুমানিক ঘণ্টাব্যাপী গোলাগুলি চলে। এরপর গহীন পাহাড়ের ভিতর জকির বাহিনীর জকির এবং অন্যান্য ২জন এর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এই ঘটনায় র‌্যাবের একজন সদস্য গুলিবিদ্ধ হয়। জকির ডাকাত এর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ,অপহরণ এবং মাদক সহ সর্বমোট ২০টির অধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ তথ্য অনুযায়ী উক্ত ঘটনাস্থল র‌্যাবের আভিযনিক দল ঘিরে রেখেছে এবং এখনো অভিযান চলমান রযেছে বলেও জানান তিনি।


আরো বিভন্ন বিভাগের নিউজ