• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

কুতুবদিয়া থানার উদ্যোগে ৭ই মার্চ এর আলোচনা সভা ও সাংসকৃতিক অনুষ্ঠান

Md. Nazim Uddin / ২৮ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিবেদক:

বাঙ্গালীর মুক্তির সনদ খ্যাত ১৯৭১ সালের ৭মার্চ রেসকোর্স ময়দানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কুতুবদিয়া থানার উদ্যোগে আলোচনা সভা ও সাংসকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে এসআই আবদুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় ৭ মার্চ রবিবার কুতুবদিয়া থানা কম্পাউন্ডে অনুষ্ঠানটিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম৷

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম কাইছার সিকদার, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা পুলিন বিহারী শীল প্রমুখ৷

প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম বলেন, আজ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ থেকে দেশ প্রেমে বলিয়ান হয়ে আমাদের দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে৷

এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ জুয়েল ইসলাম, কুতুবদিয়া থানার এসআই রায়হান উদ্দিন, থানার সকল পুলিশ সদস্যবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ৷

পরে সন্ধ্যা ৬ ঘটিকা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংসকৃতিক অনুষ্ঠান৷ সাংসকৃতিক অনুষ্ঠানে কুতুবদিয়ার বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, ক্ষুধে শিল্পী, চট্টগ্রাম বেতারের নিয়মিত শিল্পী সহ বিভিন্ন শিল্পীগন৷ রাত সাড়ে দশটা নাগাদ এই সাংসকৃতিক অনুষ্ঠান সমাপ্ত হয়৷


আরো বিভন্ন বিভাগের নিউজ