• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন

কুতুবদিয়ায় প্রি- ভোকেশনাল স্কিলস্ ট্রেনিং এর লেমশিখালী ইউনিটের উদ্বোধন

চ্যানেল কক্স আপনার পাশে / ১৭ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

কাইছার সিকদার :

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রি- ভোকেশনাল স্কিলস্ ট্রেনিং প্রোগ্রামের লেমশিখালী ইউনিট উদ্বোধন করা হয়েছে। ১৬ মার্চ মঙ্গলবার ‍রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পে কুতুবদিয়া উপজেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই ইউনিটের শুভ উদ্বোধন করেন৷

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি খরচে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ জনশক্তিতে পরিণত করার এটাই সুযোগ। সারা দেশে এ সুযোগকে কাজে লাগিয়ে ১৬ হাজার ৫ শত প্রশিক্ষণার্থী দক্ষতা অর্জন করেছে। কুতুবদিয়ার এই ইউনিটে চারটি ক্যাটাঘরিতে ১০০জন শিক্ষার্থী এই প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পেয়েছেন৷ প্রশিক্ষিত হয়ে নিজেদের অর্থনৈতিক স্বাবলম্বী করে গড়ে তোলবে এবং দেশের কারিগরী খাতে নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে বিশেষ অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম, প্রকল্প পরিচালক মাহবুব হাসান শাহীনের নির্দেশে উপস্থিত ছিলেন প্রকল্পটির ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ সিরাজুল ইসলাম, “সিপ” এর ফোকাল পয়েন্ট মোঃ মানিক আকন্দ সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীবৃন্দ৷

এলাকার শিক্ষা বঞ্চিত, ঝরে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিকে
রুপান্তরের জন্য রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্প পরিচালিত হচ্ছে বলে জানান প্রকল্পের কর্মকর্তারা৷

বিশ্ব ব্যাংকের সহায়তায় গত বছর থেকে কুতুবদিয়ায় প্রকল্পটির কার্যক্রম চলমান রয়েছে। প্রথম ধাপে বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়নে দুটি কেন্দ্র স্থাপন করে ২শ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। শেষ ধাপে দক্ষিণ ধুরুং একটি আজ লেমশীখালীতে আরও দুটি কেন্দ্র স্থাপন করে মোট চারটি কেন্দ্রে চারশত জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ চলমান রয়েছে।

লেমশিখালীর এই ইউনিটে যে চারটি বিষয়ের উপর প্রশিক্ষণ চালু করা হয়েছে সেগুলো হচ্ছে- (১) ইলেকট্রিক হাউজ ওয়ারিং এন্ড সোলার সিষ্টেম (২) ব্লক বাটিক এন্ড স্কিন প্রিন্টিং (৩) রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশন (৪) ইন্ডাষ্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন এন্ড টেইলরিং, ততমধ্যে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন প্রশিক্ষণ শুধু মাত্র এই ইউনিটে প্রথম সংযোজন করা হয়েছে৷

যথারীতি প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা পাবেন উপস্থিতির ভিত্তিতে এককালীন আট হাজার টাকা এবং একটি সরকারি সনদ। সেই সাথে প্রশিক্ষণ
প্রাপ্ত শিক্ষার্থীদের কর্মসস্থানের ব্যবস্থা করবে সেভ দ্যা চিলড্রেন, বাংলাদেশ। তাছাড়া এই শিক্ষার্থীদের জন্য কুতুবদিয়ায় জব ফেয়ারের আয়োজনও করবে বলে নিশ্চিত করেন এই এনজিও সংস্থাটি৷


আরো বিভন্ন বিভাগের নিউজ