শফি উল করিম স্বপ্নীল :
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে ৮নং ওয়ার্ডের থমতলা নামক স্থানে এক দিনমজুরকে পেটে ও গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মাহমুদুল হক(৩৮), সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মাদ্রাসা পাড়ার আব্দু সমদের বড় ছেলে। ছয় ভাই এক বোনের সবার বড় ছিলেন তিনি। সাংসারিক জীবনে তিন সন্তানের জনক।
২১ মার্চ (রবিরাব) রাতে বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে দুবৃত্তরা তাঁকে পেটে ও গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। সকালে তাহার মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকা লাশ দেখতে পায় এলাকাবাসী।
হত্যার শিকার মাহমুদুল হকের পেটে ও গলায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন আছে। কি কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো কেউ নিশ্চিত হতে পারেনি।
মৃত্যুর খবর জানাজানি হলে মৃত মাহদুদুল হক কে দেখতে স্থানীয় বিভিন্ন বয়সী জনসাধারণের ভীড়।
উপদেষ্টা সম্পাদক : সরোয়ার আজম মানিক, সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম,
অফিস : হোটেল আল-আমিন কমপ্লেক্স, ৩য় তলা (দৈনিক মেহেদী ) মেইন রোড,, কক্সবাজার।