• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

নোটারি মূলে হোছেন আলী-ফাতেমার বিয়ে সম্পন্ন

চ্যানেল কক্স ডটকম / ২৩ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি:

নোটারি মূলে হোছেন আলী-ফাতেমার বিয়ে সম্পন্ন
মোহাম্মদ হোছেন আলী, জন্ম তারিখ- ০১-০৭-১৯৯৯ ইংরেজি, পিতা- আলী আকবর, মাতা- ফাতেমা বেগম, সাং- ছাইরাখালী, ইউনিয়ন- ফাঁসিয়া খালী, উপজেলা- চকরিয়া, জেলা- কক্সবাজার, জাতীয়তা- বাংলাদেশী, পেশা- ব্যবসা।
১ম পক্ষ / বর

ফাতেমা জান্নাত, জন্ম তারিখ – ১৯-০৮-২০০১ ইংরেজি, পিতা- আব্দুল হামিদ, মাতা- আয়েশা বেগম, সাং- বিনামারা, ৭নং ওয়ার্ড চকরিয়া পৌরসভা, উপজেলা- চকরিয়া, জেলা- কক্সবাজার, জাতীয়তা- বাংলাদেশী, পেশা- গৃহিণী।
২য় পক্ষ / কনে

যেহেতু আমরা উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরিয়া পরিচয়ের সূত্রে গভীর ভালবাসার সম্পর্ক গড়িয়া উঠে। ফলশ্রুতিতে আমরা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সিদ্ধান্ত গ্রহণ করি। সিদ্ধান্ত মোতাবেক অদ্য সাক্ষীগণের উপস্থিতিতে যৌথভাবে নিম্ন শর্তসাপেক্ষে দাম্পত্য জীবন যাপনের চুক্তিনামা সম্পাদন করার জন্য অদ্য নোটারি পাবলিকের কার্যালয়ে হাজির হইয়া অত্র চুক্তিনামা সম্পাদন করা হইল।

১/ বিবাহে মোট দেনমোহর ধার্য্য করা হইল ৩,০০,০০০/= (তিন লক্ষ) টাকা। তৎমধ্যে স্বর্ণালঙ্কার বাবদ নগদ ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা এবং বকেয়া ২,০০,০০০/= (দুই লক্ষ) টাকা ধার্য্য রহিল। যাহা পরবর্তীতে স্ত্রীর তলব মতে স্বামী পরিশোধ করিতে বাধ্য থাকিবে। এবং মাসিক খোরাকী ৭,০০০/= (সাত হাজার) টাকা ধার্য্য থাকিবে।

২/ অত্র বিবাহ স্থানীয় নিকাহ রেজিস্ট্রার ও কাজী অফিসে রেজিস্ট্রি করিয়া নিতে বর পক্ষ বাধ্য থাকিবে। অত্র বিবাহ স্থানীয় নিকাহ রেজিস্ট্রার ও কাজী অফিসে রেজিস্ট্রি করিয়া ধার্য্যকৃত দেনমোহর আদায়ক্রমে আনুষ্ঠানিকভাবে কণেকে বর পক্ষ বরণ করিয়া বরের বাড়িতে উঠাইয়ে নিতে বাধ্য থাকিবে। যৌতুক কিংবা অন্য কোন অজুহাতে বর অথবা কনের অভিভাবক পক্ষ চুক্তিনামা রদ ও রহিত করিতে এবং অস্বীকার করিতে পারিবে না।

৩/ নিকাহনামা রেজিস্ট্রি না হওয়া পর্যন্ত অত্র চুক্তিনামা বিবাহের চুক্তিনামা হিসেবে গণ্য হইবে।

৪/ উভয়পক্ষ অত্র চুক্তিনামার যাবতীয় শর্তাবলী মানিয়া চলিতে বাধ্য থাকিবে। অত্র চুক্তিপত্র কোন পক্ষ লংঘন করিলে ক্ষতিগ্রস্ত পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করিয়া উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করিতে পারিবে। ইহাতে অপর পক্ষ কোন আপত্তি উত্থাপন করিতে কিংবা অস্বীকার করিতে পারিবে না।


আরো বিভন্ন বিভাগের নিউজ