• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

শিক্ষক কর্মচারীদের আর্থিক অনুদানের মাধ্যমে ব্যাচ-৯২এর ৫ম মানবিক কার্যক্রম সম্পন্ন

Md. Nazim Uddin / ১১ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১

কাইছার সিকদার:

কক্সবাজারের কুতুবদিয়ার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২সালের এসএসসি ব্যাচের সকল শিক্ষার্থীদের সমাজসেবা মূলক কার্যক্রমের অদম্য স্পৃহা থেকে সৃষ্টি হয় মানবিক টিম ব্যাচ-৯২”৷ দেশের প্রতিকূল পরিস্থিতিতে অসহায় দুস্থদের বিভিন্ন সহায়তার হাতবাড়িয়ে তাঁদের পাশে দাঁড়ানোর মধ্যদিয়ে যাত্রা শুরু সংগঠনটির৷ গত ১০ মে (সোমবার) রাত সাড়ে ৯ টায় “৯২” ব্যাচের উদ্যোগে ৫ম বারের মত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান চট্টগ্রামের বারকোড রেষ্টুরেন্টের প্রধান শাখায় সংগঠনের সভাপতি জনাব রমিজ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ ইকবালে সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

”ঈদের খুসি” স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া আর্দশ উচ্চ বিদ‍্যালয়ের বতর্মান প্রধান শিক্ষক জনাব মো. জহিরুল ইসলাম। অন‍্যান‍্যদের মধে উপস্থিত ছিলেন ব‍্যাচ “৯২” এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব খোরশেদ আলম, অর্থ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম, সামরিক উপদেষ্টা ফরহাদুল ইসলাম প্রমূখ। প্রানের বিদ‍্যালয়ের অসহায় শিক্ষক-কর্মচারীদের মুখে সামান্য হাসি ফুটানোর লক্ষ্যে অনাডম্বর এ কার্যক্রমের আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদ ইকবাল৷ বৈশয়ীক পেন্ডামিক পরিস্থিতি বিবেচনা করে মানবিক এই সহযোগিতার পদক্ষেপ বলে আরো জানিয়েছেন তিনি৷

উত্তর উত্তর আরো মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সভাপতি রমিজ আহমেদ। উল্লেখ্য ব‍্যাচ ৯২” কুতুবদিয়া আদর্শ উচচ বিদ‍্যালয়ের পূর্নাঙ্গ কমিটির শুরু থেকে অদ্যাবধি চার চার টি মানবিক কার্যক্রম কুতুবদিয়ায় সফল ভাবে সম্পন্ন করেন৷


আরো বিভন্ন বিভাগের নিউজ