মাসেদুল হক আরমান:
বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিষ্টান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা প্রসূত কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের(কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) সংগঠন "রামু উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন " এর ত্রি-বার্ষিক কাযর্করী পরিষদ নির্বাচন-২০১৯ রামু উপজেলা হেলথ কমপ্লেক্সর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় গত ২৫ জুলাই ।অভিষেক হয় সাধারণ সভায় কাযর্করী পরিষদের সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করা হয় ও দায়িত্বভার অর্পন করা হয়।দায়িত্বভার অর্পন ও সাধারণ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু হেলথ কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মিছবাহ উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে কেয়ার বাংলাদেশের উপজেলা কোঅর্ডিনেটর সাবিনা ইয়াছমিন, বিপ্লব বড়ুয়া, যাদেরকে ফুল দিয়ে বরন করা হয় তারা হলেন কমিটির সভাপতি এস,এম রেজাউল করিম(বড়বিল কমিউনিটি ক্লিনিক)সহ সভাপতি নাছিমা আক্তার (লামারপাড়া কমিউনিটি ক্লিনিক) সাধারণ সম্পাদক এস,এম জাফর আলম(নন্দাখালী মুরাপাড়া কমিউনিটি ক্লিনিক)যুগ্ন সাধারণ সম্পাদক রিদুয়ানুল ইসলাম(রুস্তুম সুফিয়া কমিউনিটি ক্লিনিক),অর্থ সম্পাদক খাদিজা বেগম(দক্ষিণ চাকমারকুল কমিউনিটি ক্লিনিক) সাংগঠনিক সম্পাদক পদে নুরুল আমিন(উত্তর কাহাতিয়াপাড়া কমিউনিটি ক্লিনিক) মহিলা বিষয়ক সম্পাদক রুপা বড়ুয়া(তেচ্ছিপুল কমিউনিটি ক্লিনিক)দপ্তর ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছমিরা বেগম(গোয়ালিয়াপালং কমিউনিটি ক্লিনিক)তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার (ভরাচরকুল কমিউনিটি ক্লিনিক)প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকেত উল্লাহ(মাঝিরকাটা কমিউনিটি ক্লিনিক)কার্যকরী সদস্য জুলেখা খানম(থিমছড়ী কমিউনিটি ক্লিনিক) ।আজ সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বরচিতা বড়ুয়া,প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ মিছবাহ উদ্দিন আহমদ,সভাপতি এস,এম রেজাউল করিম,সাধারন সম্পাদক এস,এম জাফর আলম,সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন,যুগ্ম সাধারণ সম্পাদক রিদুয়ানুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকেত উল্লাহ,সুলতান আহমদ, পিংকি শর্মা,খোকন দাশ,সুদর্শন কান্তি দাশ প্রমুখ।
উপদেষ্টা সম্পাদক : সরোয়ার আজম মানিক, সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম,
অফিস : হোটেল আল-আমিন কমপ্লেক্স, ৩য় তলা (দৈনিক মেহেদী ) মেইন রোড,, কক্সবাজার।