• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন

ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব’

Md. Nazim Uddin / ২৫ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১

বিশেষ প্রতিবেদক:

দূর্ভোগ ছাড়া সেবা পেতে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। আগামি সাতদিন এ সেবা পাবে ভূমি মালিকরা। তবে যেকেউ চাইলে ৩১ জুন পর্যন্ত সেবা নিতে পারবেন। সরকার মানুষের ভোগান্তি কমাতে অনলাই ভিত্তিক এ সেবা কার্যক্রম চালু করেছে। সবাই জানুক ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব।

রবিবার (৬ জুন) বিকেল পাঁচটায় কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের হলরুমে ‘ভূমি সেবা সপ্তাহ ২০২১’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ এসব কথা বলেছেন।

‘ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, মালিকানা ঠিক রাখুন’ এ স্লোগানে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ভূমির সাথে মানুষের সম্পর্ক রয়েছে আমৃত্যু। তাই নিজের প্রয়োজনে মানুষ ভূমি অফিসে গিয়ে ভীড় করেন। এতে অনেক সময় ভেগান্তিতে পড়তে হয় তাদের। মানুষের এ ভোগান্তি কমাতে বর্তমান সরকার অনলাইন ভিত্তিক সব ধরনের সেবা কর্যক্রম শুরু করেছে। এ সেবা চালুর মাধ্যমে যেমন ভেগান্তি যেমন কমে এসেছে, তেমনি ভূমি অফিস কেন্দ্রিক গড়ে উঠা দালাল চক্রের দৌরাত্ম্য কমে এসেছে।

জেলা প্রশাসনের এ কর্মকর্তা আরো বলেন, একটি এনড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে মানুষ ঘরে বসে নিজের কাজ নিজে করতে পারবে। কোন মাধ্যমের প্রয়োজন পড়ে না। তবে চুড়ান্ত শুনানিতে ভূমি মালিকদের উপস্থিত হলে চলবে। সরকারের এ উদ্যোগ সম্পর্কে মানুষের মাঝে ছড়িয়ে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, জরুরি ভূমি সেবা গ্রহীতাদের স্বল্প ব্যয়ে, স্বল্প সময় ও সহজ সেবা প্রদানের জন্য ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার (Land Development Tax Management) তৈরি করা হয়েছে। একজন নাগরিক এ সিস্টেমে (www.land.gov.bd অথবা www.Idtax.gov.bd) জমির মালিকানা সংক্রান্ত তথ্য দিয়ে হোল্ডিং রেজিষ্ট্রেশন করতে পারবেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ