• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

ছাদে এডিস মশার লার্ভা, বাড়ির মালিককে ২ লাখ টাকা জরিমানা

বার্তা কক্ষ / ১৯১ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
ছাদে এডিস মশার লার্ভা, বাড়ির মালিককে ২ লাখ টাকা জরিমানা - ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক :
রাজধানীর গুলশানে বাড়ির নোংরা ছাদে এডিস মশার লার্ভা থাকায় এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ঢাকা উত্তর সিটি র্কপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে গুলশান-২ এর ৪৪ নং রোডে ২৮(১১৯) নম্বর বাড়ির ছাদে প্রচুর এডিস মশার লার্ভা এবং এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ পাওয়া যায়। বাড়ির ছাদের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। সেখানে পানি জমে থাকা প্রচুর মাটির পাত্র, ছাদে এবং ড্রেনে জমে থাকা পানি, আগাছার জঙ্গল, পরিত্যক্ত খোলা পাত্র, কমোড ইত্যাদি পাওয়া যায়।

এসব স্থানে প্রচুর এডিস মশার লার্ভা থাকায় ভ্রাম্যমাণ আদালত বাড়ির মালিককে ২ লাখ টাকা জরমিানা করেন। ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সূত্র : বাসস


আরো বিভন্ন বিভাগের নিউজ