• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

ঈদগাঁও থানার আটককৃত গরু প্রকৃত মালিকের জিম্মায়

চ্যানেল কক্স আপনার পাশে / ২৪ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১৮ জুলাই, ২০২১

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
ঈদগাঁও থানার উদ্ধারকৃত গরুটি প্রকৃত মালিকের কাছে ফেরত দেয়া হয়েছে। আজ রাতে ঈদগাঁও থানা পুলিশ থানা কম্পাউন্ড এলাকায় মালিকের নিকট গরুটি হস্তান্তর করেন। আসন্ন পবিত্র ঈদুল আজহায় কুরবানীর উদ্দেশ্যে গরুটি ৭ জন মিলে গর্জনিয়া বাজার হতে ক্রয় করেছিলেন ‌।

বিজ্ঞ আদালতের নির্দেশে এটি প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম। ওসি জানান, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের নির্দেশনায় ১৬ জুলাই ভোরে ঈদগাঁও থানা পুলিশ ঈদগাঁও বাসষ্টেশনে টহল ডিউটিকালে গাড়ি ভর্তি গরুটি জব্দ করেন।

যা রামু থানাধীন চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা গ্রাম হতে চুরি করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তা দিয়ে পিকআপ যোগে খুটাখালী নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় তিন আসামিকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে চুরির সততা পায় বলে জানান পুলিশ। আটককৃতরা হলো ইমরান হোসেন, মো: জুয়েল ও সাইফুল ইসলাম।

এদের মধ্যে দুইজন রামু রশিদ নগরের এবং অন্যজন কক্সবাজারের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা। এ সংক্রান্ত ঘটনায় ঈদগাঁও থানায় মামলা রুজু ভুক্তভোগীদের একজন। তার নং – ৬, তাং-১৬/৭/২১, ধারা-৩৮০/৪১১/৩৪ পেনাল কোড।


আরো বিভন্ন বিভাগের নিউজ